ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ডাম্পট্রাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।
বুধবার (২১ মে) দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে যান মোবাইল ফোন কিনতে। সেখানে ইমনের জন্য একটি ফোন কিনে দু’জন বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ডাম্পট্রাক ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। তখন মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ