লক্ষ্মীপুরে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না দিলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয় ঘেরাও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়েছে। এ সময় সংগঠনটির নেতা-কর্মীরা সহ বিভিন্ন হাসপাতাল- ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপুর ১০-১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা গরমে কষ্ট পাচ্ছে। ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়ছে। দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে আনতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে পিডিবি কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলেন, নোয়াখালীর চৌমুহনী গ্রীড থেকে লক্ষ্মীপুরে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। সেখানে লোডশেডিং দিলে রামগঞ্জ গ্রীড থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেয়। লক্ষ্মীপুরে দিনে প্রায় ১৪ মেগাওয়াট ও রাতে ন্যূনতম ২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাই না। এজন্য লোডশেডিং বেশি হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ