বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর, উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওয়াহেদ সরকার, ‘তীরে’র উপদেষ্টা পরিষদ, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। আলোচনা সভা শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জীববৈচিত্র্য টিকে আছে বলেই পৃথিবীতে শক্তি প্রবাহ, খাদ্য-খাদক সম্পর্ক ও পরিবেশগত ভারসাম্য বজায় রয়েছে। অথচ মানুষেরই নানা কর্মকাণ্ডে এই জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
তারা আরও বলেন, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, পাহাড় কাটা, বন উজাড়, পরিবেশবিনাশী শিল্পায়ন এসব কারণে জলবায়ু পরিবর্তনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এর ফলে বহু বন্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে।
তীরের উপদেষ্টা ও পাখি বিশেষজ্ঞ অধ্যাপক এস এম ইকবাল বলেন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য অপরিহার্য। দূষণ, জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চাপে বহু প্রজাতি হারিয়ে যাচ্ছে। এসব সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ জরুরি।
বিডি প্রতিদিন/জামশেদ