বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায় শনিবার (২৪ মে) সকাল ৯টায় ফাইভস্টার হোটেল মমইন এর কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ইকবাল পারভেজ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিএফআইইউ এর রিসোর্স পার্সন অতিরিক্ত পরিচালক ড. মোঃ রায়হানুল ইসলাম, যুগ্ম পরিচালক সৈকত কুমার সরকার ও উপপরিচালক সুদ্দীপ্ত ঘোষ।
এই প্রশিক্ষণ কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, করণীয় এবং পরিপালনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বগুড়া জেলার কর্মরত ৪৭টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৮১ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।