‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ স্লোগানে সারাদেশের সাথে একযোগে মুন্সিগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা। এ উপলক্ষ্যে আজ রবিবার (২৫ মে) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে কালেক্টরেট ভবনের নিচে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় রাজস্ব, রেকর্ডরুম, ভূমি অফিস, ই-নামজারিসহ ৭টি স্টলে স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহর সভাপতিত্বে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান, জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দিন প্রমুখ।
অতিথিরা জানান, মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা গ্রহীতারা সঠিক তথ্য পাবে। এতে একদিকে ভূমির বিষয়ে ভীতি দূর ও সচেতনতা তৈরি হবে। অন্যদিকে তৃতীয় পক্ষ বা দালালদের দৌরাত্ম নির্মূল করা যাবে। এতে সঠিকভাবে ও সঠিক সময়ে যথাযথ ভূমি সেবা পেতে পারবে। পাশাপাশি মেলায় এক দিনে নামজারিসহ বিভিন্ন সেবা পাবে আগত সেবা গ্রাহকরা।
বিডি প্রতিদিন/জামশেদ