পঞ্চগড়ে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে দিনব্যাপি জেলা সমাজসেবা কার্যালয়ের হল রুমে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, রংপুর বিভাগের সমাজ সেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, উপ পরিচালক অনিরূদ্ধ কুমার রায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বিষদ আলোচনা করনে।
সেমিনারে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ স্থাপন করেন ঠাকুরগাঁও সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নাজমুস সাকিব। জেলার কামার, জুতা সেলাইয়ের মুচি, নাপিতদের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত জেলার প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) এর কার্যক্রম প্রশিক্ষণের বিষয় নিয়ে সেমিনারে অবহিত করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন