শরীয়তপুরের ভেদরগঞ্জে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে চর কোড়ালতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। সে স্থানীয় দারুল ফায়েজ ইসলামীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মৃধা কান্দির বাসিন্দা মান্নান ঢালীর ছোট মেয়ে।
পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই মাদ্রাসা শিক্ষার্থী ক্লাস পরীক্ষা দেয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল। তার পরে পরীক্ষা শেষে বাড়িতে না যাওয়ায় তার বাবা মা মাদ্রাসায় খোঁজ করতে থাকে। পরে বিকাল ৩টার দিকে স্থানীয়রা চর কোড়ালতলী হাসেম হাওলাদারের জমিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ভেদরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের চাচা কালাম ঢালী বলেন, ভাতিজি আমেনা দৈনন্দিন এর মত আজকেও মাদ্রাসায় ক্লাস পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। পরে মাদ্রাসায় গেলে তাকে পাওয়া যায়নি। চারিদিকে খোঁজ করেও পাচ্ছিলাম না। এরপর ভেদেরগঞ্জ কোড়ালতলী এলাকার রাস্তার উত্তর পাশে হাসেম হাওলাদারের ধানক্ষেত পানিতে ঘাস দিয়ে চাপা দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়।ধারণা করার আছে তাকে কোন বড় ট্রাক ধাক্কা দিয়ে মেরে পানিতে চাপা চলে গিয়েছে।
ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, চর কোড়ালতলী এলাকার পাকা রাস্তার উত্তর পাশে একটি ধান ক্ষেত থেকে দশম শ্রেণিতে পড়ুয়া আমেনা আক্তার নামে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ