রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাদের অধিকাংশকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হাজীরহাট থানা এলাকার শান্ত রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং হিটলু (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাত অনুষ্ঠানে গিঢেছিলেন। দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
পীরগাছা খানার ওসি নুরে আলম সিদ্দিকী দুর্ঘটনায় তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম