কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকা ডুবির প্রায় ১৮ ঘন্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহটি উদ্ধার করে। নিহত ফারিহা রহমান নেহা (৯) কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে পরিবারের সঙ্গে ছোট একটি নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয় ফারিহা রহমান নেহা।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকালে চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরে বেড়াচ্ছিলেন আব্দুর রহমান, তার স্ত্রী নীপা ও তাদের দুই মেয়ে। এ সময় চলন্ত একটি স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা আব্দুর রহমান, তার স্ত্রী ও বড় মেয়ে কাশ্মীর রহমান নীলাকে (১৭) উদ্ধার করে। তবে ছোট মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ফারিহা রহমান নেহার সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া তিনজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। নীলা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
এদিকে শনিবার ভোরে আবারো উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলের প্রায় ৫০০ গজ দূর থেকে নেহার মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এএম