নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সেনাবাহিনী ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, উপজেলা মৎস্য দপ্তর এবং সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় সাড়ে চার লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে পরিবেশ রক্ষার স্বার্থে ঘটনাস্থলেই সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলোর পুনঃব্যবহার না ঘটে এবং জলজ পরিবেশে আর কোনো ক্ষতি না হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধ ও পরিবেশবিধ্বংসী জাল ব্যবহারে জলজ জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক