ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই শিশু সন্তান ও তাদের মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোড এলাকার ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ময়না আক্তার (২৫) এবং তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরব (২)। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকায়।
পুলিশ জানায়, ভালুকার রাসেল স্পিনিং কারখানায় চাকরি করেন ময়নার স্বামী রফিকুল ইসলাম। সেখানে হাইয়ুম নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে পরিবারসহ থাকেন রফিকুল। তাদের সঙ্গে থাকেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। সকাল ৯টার দিকে রফিকুল কর্মস্থল থেকে বাসায় গিয়ে দেখেন গেটের দরজায় তালা ঝুলছে। ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন যে তার স্ত্রী ও দুই সন্তান গলা কাটা অবস্থায় পড়ে আছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, কে বা কারা কেন মা ও তার দুই সন্তানকে হত্যা করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
তবে এ হত্যাকান্ডের ঘটনাটি পারিবারিক কারণে ঘটতে পারে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম। তিনি বলেন, 'এ ঘটনায় দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং খুনিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত ঘটনাটি স্পষ্ট হবে।'
বিডি প্রতিদিন/মুসা