জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়াসহ কুমিল্লার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা ।
এসময় আলোচকরা জুলাই বিপ্লবের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই বিপ্লবের অবিস্মরণীয় ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থেকে যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল