বগুড়ায় তিন শতাধিক ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও ব্যাংক এশিয়া পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসি’র যৌথ সহযোগিতায় শহরের পাঁচতারকা হোটেল মম ইন-এ দিনব্যাপি এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকিং খাতে নিরাপদ ও দক্ষ আর্থিক লেনদেনে সুইফট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের নির্দেশনার আলোকে আয়োজিত এ সেমিনারের উদ্দেশ্য ছিল বগুড়া অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা বিষয়ে অবহিত ও দক্ষ করে তোলা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইফটের নিরাপত্তা, কার্যপ্রণালী ও ব্যবহারবিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের পাঁচ জেলার বিভিন্ন ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা, আঞ্চলিক প্রধান এবং আয়োজক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা অংশ নেন। সেমিনারে অংশগ্রহণকারীদের সঙ্গে সুইফট বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষে সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ