মোংলায় ভিন্ন-ভিন্ন আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া যুব র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুূদ রানা, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার ও মোংলা নাগরিক সংঘের সভাপতি মোঃ নূর আলম শেখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করেন অতিথিরা।
'প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যে দিবসটি পালনের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
বিডি প্রতিদিন/এএম