“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি”-এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতাখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা সহ সাংবাদিক ও মৎস্যচাষিরা।
এসময় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ