ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির উদ্যোগে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সঙ্গে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় টিআইবি ও সনাকের কার্যক্রমের পরিচিতি উপস্থাপন করা হয়। পরে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান “ভালনারেবল উইমেন বেনেফিট” প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
এসময় আলোচনায় উঠে আসে—টঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গেইট, জমি রেজিস্ট্রেশন ও শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা; বড়পাড়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার; পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি নির্মাণ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের সেবা জোরদার; সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন; উপজেলা ভূমি সেবাখাতে অনিয়ম দূরীকরণ; আগামী ৮ সেপ্টেম্বর টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য (এসডিজি) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন।
পরে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও উন্নয়ন খাতে নাগরিক সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উন্মুক্ত আলোচনায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সভাপতি বেলা রানী দাশ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সনাক সদস্য মেহেরুন্নিছা বেগম মিলি, ডাঃ শহীদ উল্ল্যাহ, ত্রিনা চাকমা, সলিতা চাকমা, এসিজি-ভূমির সদস্য সাংবাদিক মোঃ আবদুর রহিম হৃদয়, এসিজি-স্বাস্থ্য’র সহসমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরা, ইয়েস দলনেতা ফাহিম আহম্মদ, ইয়েসের সাবেক দলনেতা আরাফাত হোসেন রিজভী, ইয়েস সদস্য ফুজিতা ত্রিপুরা, রেশমি বড়ুয়া, মরিয়ম আক্তার, সুরেশ চাকমা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ