উপকূলীয় এলাকার সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং কমিউনিটি নিয়ন্ত্রিত সামুদ্রিক সংরক্ষিত এলাকা চালু করা এবং নারীর ক্ষমতায়ন, সামুদ্রিক সম্পদের উপর নির্ভরতা কমানো ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় পানি কমিটি গঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ’র আয়োজনে ফিশনেট প্রকল্পের আওতায় ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবের সভা কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মিলন কর্মকার রাজুর সভাপতিত্বে উত্তরণ ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো.আবু এমরানের সঞ্চালনায় সভায় উপজেলা পানি কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন ফিসনেট প্রকল্প ‘উত্তরণ’ এর এডভোকেসি অফিসার মো.মিজানুর রহমান। প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফিসনেট প্রকল্পের ফাইন্যান্স অফিসার নূর আলম প্রমুখ।
উপক‚লীয় অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি সংকটের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একেরপর এক প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি দুর্যোগের কারনে বিশুদ্ধ পানির ক্ষেত্রগুলো নষ্ট হচ্ছে। দখল ও ভরাট হচ্ছে প্রাকৃতিক জলাশয়। এ সমস্যা নিরসনের লক্ষ্যে কলাপাড়া উপজেলা পানি কমিটি গঠিত হয়েছে।
সমাজকর্মী ফোরকান হাওলাদারকে সভাপতি ও জনপ্রতিনিধি রাহিমা আক্তার রূপাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পানি কমিটি গঠিত হয়। উপকূলীয় এলাকার মানুষের পানি সমস্যা নিরসনের লক্ষ্যে এ কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান।
বিডি প্রতিদিন/এএ