মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর রেলওয়ে আন্ডারপাস এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত এক নারীর খণ্ড-বিখণ্ড রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        