রাজবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে এ উপলক্ষে জেলার গোয়ালন্দ মোড়ের বিএনপির আঞ্চলিক কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বেশ কিছু অংশ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়া নেতৃত্ব দেন। র্যালিতে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে গোয়ালন্দ মোড়ের আঞ্চলিক কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া বক্তব্য রাখেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বিএনপিকে ঘিরে আবারও নতুন করে চক্রান্ত শুরু হয়েছে।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/জামশেদ