পঞ্চগড়ে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যা মামলার প্রধান আসামি আরমান ইসলাম আমজাদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি বলেন, গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আমজাদ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট গভীর রাতে টুনিরহাট বাজারের একটি পরিত্যক্ত স-মিলে বসে রফিকুল ইসলাম ডুবু ও আসামি আরমান আমজাদ টাকার বিনিময়ে তাস (রামী) খেলছিলেন। খেলায় আমজাদ জয়ী হয়ে ৪০০ টাকা নিয়ে চলে যাওয়ার সময় রফিকুল তাকে কাত্তি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমজাদ তার হাত থেকে কাত্তি ছিনিয়ে নিয়ে প্রথমে রফিকুলের গলায় পোচ দেয় এবং পরে মাটিতে ফেলে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।
ঘটনার দিন (৫ আগস্ট) টুনিরহাট বাজারে পরিত্যক্ত স-মিলের খড়ির গুদামে পাহারারত অবস্থায় নিহত হন রফিকুল ইসলাম ডুবু। এ ঘটনায় নিহতের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল