ভোলায় র্যাবের হাতে আটক হয়েছে কথিত এক ‘জিনের বাদশা’। তার বিরুদ্ধে জনৈক প্রবাসীর ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি থানায় মামলা রয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির প্রকৃত নাম কামাল উদ্দিন। তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ভোলার র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে কামাল কামাল উদ্দিন অনলাইনে বিভিন্ন সময় বিজ্ঞাপন দিয়েছেন। ওই বিজ্ঞাপনের সূত্র ধরে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার প্রবাসী দিদারুল আলম তার পারিবারিক সমস্যা সমাধানের জন্য কামালের সাথে যোগাযোগ করেন। এ সময় প্রতারক কামাল উদ্দিন সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৫৩ লাখ ৫শত টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে দিদারুল আলম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ভোলার র্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে জিনের বাদশা পরিচয় দানকারী কামাল উদ্দিনকে আটক করেছে। কামালের অপরাপর সহযোগীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয়রা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কচিয়া ইউনিয়ন এবং এর আশপাশের বেশ কয়েকটি গ্রামে প্রতারক চক্রের ছড়াছড়ি। তারা রাতের বেলা অপরিচিত নাম্বারে ফোন দিয়ে নিজেদেরকে জিনের বাদশা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। মাঝে মধ্যে পুলিশি অভিযানে প্রতারকদের আটক করা গেলেও কাজের কাজ কিছুই হয় না। অভিযোগ রয়েছে এই প্রতারক চক্রের পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ