নড়াইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআনখানি, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ।
সকাল সাড়ে ১০টায় পুলিশের একটি চৌকস দল শহীদের স্মৃতিসৌধে গার্ড অব অনার প্রদান করে। বেলা ১১টায় শুরু হয় আলোচনা সভা। পরে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না এবং অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী।
বিডি প্রতিদিন/হিমেল