হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট থেকে শুরু হওয়া এই কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষ হয় সোমবার দুপুরে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি।
এবারের প্রশিক্ষণে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের প্রশিক্ষণ গ্রহণ শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি সার্বিক বিষয়ে পারদর্শিতার জন্য প্রধান অতিথি ৩ জনকে পুরস্কার প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই