জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা।
গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিভাগভেদে এ বছর ফরম পূরণের জন্য ৬ থেকে ৭ হাজার টাকা আদায় করা হচ্ছে, যা গতবারের তুলনায় ২ থেকে ৩ হাজার টাকা বেশি। তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের সন্তান। হঠাৎ ফি বৃদ্ধি অনেক শিক্ষার্থীর পড়াশোনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তারা অবিলম্বে ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানান। পাশাপাশি আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদানেরও আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল