২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে এমন চার (ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান) দলের নাম বলেছেন সৌরভ গাঙ্গুলী। শুধু তাই নয়, এই চার দলের মধ্যে ভারতের 'চিরশত্রু' পাকিস্তানকে ফেভারিট দল বলেও মনে করেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক। তার এই মতের সপক্ষে বেশ কিছু যুক্তিও দেখিয়েছেন তিনি।
সৌরভ জানিয়েছেন, ‘‘ইংল্যান্ডে বিশ্বমানের টুর্নামেন্টের সময় পাকিস্তানের রেকর্ড দারুণ। দু‘বছর আগে এখানেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নশিপও তারা জিতেছে এই ইংল্যান্ডের মাটিতেই।’’
ভারতের অন্যতম সফল এই অধিনায়ক আরও বলেন, ‘‘পাকিস্তান ইংল্যান্ডে চিরকাল ভালো খেলে। আপনার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭৪ রান তাড়া করতে দেখছেন পাকিস্তানকে। তারা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে। তাদের দারুণ একটা বোলিং লাইনআপ রয়েছে।’
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৯/মাহবুব