এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার চতুর্থ ম্যাচে এসে বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার এই সেঞ্চুরির ওপর ভর করেই ম্যাচটি জিতে নিয়েছে অজিরা। যদিও তার দুর্দান্ত প্রত্যাবর্তনের কৃতিত্ব স্ত্রী ক্যান্ডিসকে দিয়েছেন বিস্ফোরক এই ওপেনার।
বল টেম্পারিং কাণ্ডে ১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার পর ক্যান্ডিস আমাকে ঘরে বসে থাকতে দেয়নি। নির্বাসনের প্রথম ১২ সপ্তাহ আমাকে বিছানা ছেড়ে বাইরে বের হতে সহায়তা করেছিল। সময়মতো রানিং ও অনুশীলনে তাগিদ দিত। আমাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাতো, যেন আমি চিরচেনা রূপে ক্রিকেটে ফিরতে পারি।
তিনি বলেন, আমি বাসা থেকে ব্যাপক সমর্থন পেয়েছি। আমার প্রিয়তমা ও শিশুরা আমাকে আগলে রেখেছে। সে (ক্যান্ডিস) অদম্য মনের অধিকারিণী। খেলাটির অন্য সংষ্করণের জন্যও আমাকে তৈরি করেছে ও। আমার জন্য বিনিদ্র রজনী কাটিয়েছে। ক্ষুধার্ত থেকেছে এবং কঠোর পরিশ্রম করেছে।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৯/মাহবুব