২৭ জুন, ২০১৯ ১১:২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ফাইল ছবি

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দল ভারত। প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে এবং বৃষ্টিতে আরও এক পয়েন্ট পেয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে কোহলি বাহিনী। হাতে আরও চারটি ম্যাচ। এর মধ্যে দুটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। শেষ চারে স্থান পেতে আজ আবার মাঠে নামছেন বিরাট কোহলিরা। আজ বৃহস্পতিবার ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। যাদের হারিয়ে ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে রাউন্ড রবিন পর্বের আট নম্বরে। আজ ভারতের বিপক্ষে হারলেই বিদায়টা নিশ্চিত হবে। ভারত এখনও পর্যন্ত অপরাজিত দল। সেই হিসেবে আজকের ম্যাচে ফেবারিটের তকমা থাকবে ভারতেরই। 

তবে অতীত লড়াইয়ের হিসেবে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে আছে। দুই দল ওয়ানডেতে মোট ১২৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬২ বার জিতেছে তারা। ভারত জিতেছে ৫৯ বার। তবে শেষ ১০ ম্যাচের ৭টিতেই জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুটি। একটা ম্যাচ ড্র হয়েছে। অতীতের রেকর্ড বাদ দিলেও বর্তমানে ভারতীয় দল বিশ্বকাপের অন্যতম সেরা দল। এক নম্বর ফেবারিটের তকমাটা তাদেরই। 

আজ জিতে শেষ চারের পথটা আরও পরিষ্কার করে নিতে পারে টিম ইন্ডিয়া। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটা সুখবর পেয়েছে ভারতীয় ভক্তরা। ভুবনেশ্বর কুমার অনুশীলনে বোলিং করেছেন। ডানহাতি এই পেসারের জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শামি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাকে রেখে কাকে খেলাবে, এ নিয়ে দোটানায় পড়েছে ভারত। বোলিং কোচ ভারত অরুনের কাছে অবশ্য এটি মধুর সমস্যা।

টুর্নামেন্টের শুরু থেকে ভারতের নতুন বলে জাসপ্রিত বুমরাহর সঙ্গী ছিলেন ভুবনেশ্বর। পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তার জায়গায় গত শনিবার আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করে দলকে স্বস্তির জয় এনে দেন শামি। আসরে এটাই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক। ওই ম্যাচে ৪০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

এরই মধ্যে চোট কাটিয়ে নেটে অনুশীলন শুরু করেছেন প্রথম তিন ম্যাচে পাঁচ উইকেট পাওয়া ভুবনেশ্বর। ফলে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের জন্য দল নির্বাচনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন ভারতের বোলিং কোচ।

ভারতের সম্ভাব্য একাদশ : 
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার/মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর