জাতীয় ঐকমত্য কমিশনের সভা শুরুর আগে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ প্রতীকী ওয়াকআউট করেছে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা ও সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকারের ভূমিকার প্রতিবাদে আজ বুধবার ১০ মিনিটের জন্য ওয়াকআউট করে এ তিনটি দল।
ওয়াকআউট শেষে সভায় ফিরে দলগুলোর প্রতিনিধিরা অভিযোগ তোলেন, মাইলস্টোন স্কুলের ঘটনায় সরকারের যথাযথ পদক্ষেপ নেই। এছাড়া সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতি আচরণের নিন্দা জানান তারা।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ওয়াকআউটকে গণতান্ত্রিক চর্চা হিসেবে স্বাগত জানান। তিনি এটিকে রাজনৈতিক অধিকার বলে উল্লেখ করে আশা প্রকাশ করেন, সরকার বাম দলগুলোর উদ্বেগ বিবেচনা করবে।
এদিন নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ১৮তম দিনের বৈঠক চলছে।
আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।
বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।
বিডি প্রতিদিন/জুনাইদ