Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৮ নভেম্বর, ২০১৯ ২১:৩৬

ঝালকাঠিতে প্রস্তুত ৭৪ সাইক্লোন শেল্টার

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে প্রস্তুত ৭৪ সাইক্লোন শেল্টার

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ঝালকাঠি জেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন সেন্টার, মেডিকেল টিম ওষুধপত্র, শুকনো খাবার ও রেড ক্রিসেন্টকর্মীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদের।

শুক্রবার বিকেল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ প্রস্তুতির বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা  প্রশাসক মো. জোহর আলী জানান, জেলায় ৭৪টি সাইক্লোন শেল্টার সেন্টার, স্কুল-কলেজ প্রস্তুত রাখা  হয়েছে। জেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কন্টোলরুম খোলা হয়েছে। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দীন হিমুসহ প্রশাসকনের কর্মকর্তা, সাংবাদিক, রেড ক্রিসেন্টকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য