শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শরৎকালীন ফুল

কৌশিক সূত্রধর

শরৎকালীন ফুল

শরৎকাল হলো ঋতুর রাণী

প্রকৃতি ফুলের মেলা।

হরেক প্রকার ফুল যে ফুটে

সকাল সন্ধ্যা বেলা।

 

সকাল হলে শিউলি বেলী

ফুটে যে হিমঝুরি।

শাপলা, টগর, ধুতরা, ছাতিম

মল্লিকা, মধুমঞ্জুরি।

 

হাসনাহেনা আর দোলনচাঁপা

কাশফুল রাধাচূড়া।

শ্বেতকাঞ্চন জারুল জয়ন্তী

ফুটে যে নয়নতারা।

 

সন্ধ্যা হলে ফুটে পান্থপাদপ

বকুল আর কামিনী।

মিনজিরি, রঙ্গন, গগনশিরীষ

আরো ফুটে সন্ধ্যামণি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর