তরল চুম্বকীয় স্লাইম কত দারুণ, তাই না? আজ তোমাদের একটি দণ্ড (ঝঞঊগ)- বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতবিষয়ক পরীক্ষা দেখাব। যা তোমাদের সেই পরিচিত স্লাইমের সঙ্গে বৈজ্ঞানিক ভিত্তি যোগ করবে। যা তোমাদের ভীষণ পছন্দ হবে। এই স্লাইম তৈরি করতে আপনার সাদা আঠা, লিকুইড স্টার্চ (তরল মাড়), আয়রন অক্সাইড পাউডার (লোহার অক্সাইড গুঁড়ো) এবং একটি শক্তিশালী চুম্বক লাগবে।
এ পরীক্ষায় তোমরা চুম্বকীয় ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে হাতে-কলমে জানতে পারবে।
♦ বিষয় : বিজ্ঞান (পদার্থবিদ্যা)
♦ মূল ধারণা : চুম্বকত্ব, তরল
ধাপগুলো :
০১. একটি কাপের চার ভাগের এক ভাগ সাদা আঠার সঙ্গে ২ টেবিল চামচ আয়রন অক্সাইড পাউডার মেশাও।
০২. একইভাবে একটি কাপের আট ভাগের এক ভাগ লিকুইড স্টার্চ মেশাও। লিকুইড স্টার্চ বেশি যোগ করা হলে কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা পানিতে স্লাইম ধুয়ে নাও।
০৩. তোমার হাত ব্যবহার করে মাখো যতক্ষণ না এটি একটি পিচ্ছিল টেক্সচারে পরিণত হয়।
০৪. এবার তুমি একটি চুম্বক ব্যবহার করে স্লাইম নিয়ে পরীক্ষা করতে পারবে।