Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ আগস্ট, ২০১৯ ২১:২৮
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯ ২১:৪৩

শেরপুরে চার দিনে ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি ৭

শেরপুর প্রতিনিধি

শেরপুরে চার দিনে ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি ৭
ফাইল ছবি

শেরপুরে গত চার দিন থেকে বুধবার দুপুর পর্যন্ত ৭ ডেঙ্গু রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ রোগে আক্রান্ত ৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। তবে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসাশেষে ৩৭ জন বাড়ি ফিরে গেছেন। আর ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

বুধবার বিকেলে হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোবারক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

আরো জানান, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮০ জন ঢাকায় এবং তিনজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দ্জুনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন সদর উপজেলার লছমনপুর গ্রামের নিখিল চন্দ্র দের স্ত্রী মুক্তি রাণী দে (৪০) ও একই গ্রামের রফিকুলের ছেলে নয়ন (১৩)। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য