৬ জানুয়ারি, ২০২২ ২৩:১৩

ভোগ্যপণ্য, মোবাইল ও পোলট্রি শিল্পে বিনিয়োগে আসছে প্রাণ-আরএফএল

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার থেকে

ভোগ্যপণ্য, মোবাইল ও পোলট্রি শিল্পে বিনিয়োগে আসছে প্রাণ-আরএফএল

আগামী দিনে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য, পোল্ট্রি ব্যবসায়ের পাশাপাশি মোবাইল ফোন উৎপাদনে আসছে প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া গার্মেন্টস, জুতা, গ্লাসওয়্যারসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়াচ্ছে। এজন্য প্রায় ১৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের এ শিল্পগ্রুপ। এর ফলে ২০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। 

প্রাণ-আরএফএল গ্রুপ এরই মধ্যে ৪০ বছর অতিক্রম করেছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ভবিষ্যত পরিকল্পনা ও নতুন বিনিয়োগের তথ্য তুলে ধরেন তিনি। এ সময় বিপণন পরিচালক আরও জানান, কয়েকটি ভোগ্যপণ্য উৎপাদনের লক্ষ্যে গাজীপুরের মুক্তারপুরে কালিগঞ্জ এগ্রো প্রোসেসিং লিমিটেড (কেএপিএল) নামে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কাজ করছে তাদের গ্রুপ। ১৮০ বিঘা আয়তনের এ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখন স্থাপনা নির্মাণ ও মেশিন বসানোর কাজ চলছে। চলতি বছরের শেষ নাগাদ থেকে এ কারখানায় উৎপাদিত পণ্য বাজারে আসতে পারে। এছাড়া নরসিংদীতে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্মার্ট ও ফিচার ফোনের পাশাপাশি হেডফোন, ব্যাটারি, চার্জারসহ বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ উৎপাদন করবে আরএফএল গ্রুপ। আগামী মার্চেই নিজস্ব কারখানায় উৎপাদিত প্রোটন ব্র্যান্ডের এসব ফোন ক্রেতাদের হাতে আসতে পারে। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের উত্তরবঙ্গে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়িতে গার্মেন্টস কারখানা করছে প্রাণ গ্রুপ।  আগামী মাসে এ কারখানার উদ্বোধন করা হতে পারে। এখানে বিভিন্ন ধরনের অন্তর্বাস ও পোলো শার্ট তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে প্রাথমিকভাবে ২৫০০ লোকের কর্মসংস্থান হবে যেখানে গ্রামীণ নারীরা কাজের সুযোগ পাবেন।      

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও ম্যানেজার মাকছুদ উল ইসলামসহ প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর