২০ মার্চ, ২০২২ ০০:৪৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জুয়েলারি এক্সপো

নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জুয়েলারি এক্সপো

বাংলাদেশ জুয়েলারি এক্সপোর সমাপনী দিন গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমজমাট র‌্যাফল ড্রর পুরস্কার বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের এমডি ও বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর

ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনের বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২। অনুষ্ঠানে ফ্যাশন শো ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে ফ্যাশন শো, র‌্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর, ট্রেজারার উত্তম বণিক প্রমুখ।

মেলায় আগত দর্শনার্থীদের জন্য ছিল র‌্যাফেল ড্র আয়োজন। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ১০ লাখ টাকা বিজয়ীর নম্বর হলো ০৩৭৯২। ৫ লাখ টাকা বিজয়ী হলেন ০২৪৭১। ১ লাখ টাকা বিজয়ী ১০ জন হলেন-০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১, ০০৯২৫।

ফ্যাশন শোতে অংশ নেয় অলঙ্কার নিকেতন, আপন জুয়েলার্স, ফেন্সি জুয়েলার্স, জায়া গোল্ড ও জরোয়া হাউস। সেরা স্টলের পুরস্কার পেয়েছে- আমিন জুয়েলার্স, জরোয়া হাউস, পার্ল ওয়েসিস, ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেক ও গোল্ডেন ওয়ার্ল্ড।

হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আয়োজিত তিন দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’ আয়োজন করে। ১৭ মার্চ শুরু হয়ে চলে ১৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে মেলা।

জুয়েলারি এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য ছাড়সহ আকর্ষণীয় অফারে গহনা ও ডায়মন্ড বিক্রি করেছে। ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’র উদ্বোধন করেন দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।

তিন দিনের এই এক্সপোতে ২ লাখেরও বেশি দর্শনার্থীর আগমন ঘটে। এক্সপোতে মোট ৬৫টি স্টল ছিল। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেন। এক্সপোর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটেছে জানিয়েছেন আয়োজকরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর