ময়মনসিংহে ৩০ জন নারীকে সেলাই মেশিন দিয়েছে কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল)। করোনা মহামারির কারণে ভালুকা ও ত্রিশাল উপজেলার ওই ৩০ জন নারী কর্মসংস্থান হারিয়েছিলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ওই নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে এসব সেলাই মেশিন তুলে দেন কোকা-কোলা আইবিপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাপস কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী, কোকা-কোলা আইবিপিএলের ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আনোয়ারুল আমিন এবং ডিরেক্টর, লিগ্যাল অ্যাফেয়ার্স আবদুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই