৬ ডিসেম্বর, ২০২২ ০৩:৩০

শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতার যাত্রা শুরু হচ্ছে ২০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতার যাত্রা শুরু হচ্ছে ২০ ডিসেম্বর

শিক্ষার্থী উদ্যোক্তা খুঁজতে প্রতিযোগিতার আয়োজন করেছে উদ্যোক্তা সংগঠন ‘ইও বাংলাদেশ’। আগামী ২০ ডিসেম্বর থেকে এই প্রতিযোগীতা শুরু হচ্ছে। সোমবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘৭তম বার্ষিক গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড (জিএসইএ) ২০২২-২৩’ এর উদ্বোধন হয়। শিক্ষার্থী উদ্যোক্তাদের খুঁজে বের করাই প্রতিযোগিতার মূল লক্ষ্য বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা।

ইও বাংলাদেশের সভাপতি ফারিয়ান ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জিএসইএ চেয়ার সাদাত অমি, জিপি এক্সিলারেটর হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম এবং স্টার্টআপ বাংলাদেশের হেড অব পোর্টফোলিও হাসান আরিফ। ব্রিফিংয়ে আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে প্রতিযোগিতার বিজয়ী উদ্যোক্তা দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গ্লোবাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তারা বলেন, ‘আগামী ২০ ডিসেম্বর থেকে নির্ধারিত ওয়েবসাইটের (www.gsea.org/GSEA/GSEA/Apply.aspx) মাধ্যমে আবেদন করা যাবে। যাচাইবাছাই শেষে ২০ জানুয়ারি গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। ওই দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।’ জিএসইএ চেয়ার সাদাত অমি জানান, ‘ছাত্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই প্লাটফর্ম তৈরি করা। তাদের যাত্রা সফল করতে যা প্রয়োজন, সবই সাপোর্ট দিচ্ছি আমরা।’

জিপি এক্সিলারেটর হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম বলেন, ‘৫ লাখ কর্মসংস্থান হয়েছে জিপি এক্সেলেটরের মাধ্যমে। এই আয়োজনে তরুন উদ্যোক্তারা অংশ নেবে যা খুবই প্রসংশনীয়।’ স্টার্টআপ বাংলাদেশের পক্ষে হেড অব পোর্টফোলিও হাসান আরিফ বলেন, ‘আমরা এই পোগ্রামে যুক্ত হতে পেরে আনন্দিত। উদ্যোক্তাদের আইডিয়ার সাথে তাদের উন্নয়নে আমরা কাজ করবো।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর