২ জুন, ২০২৩ ২০:৩০

চট্টগ্রামে স্থিতিশীল কাঁচা বাজার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে স্থিতিশীল কাঁচা বাজার

বাজেট ঘোষণা হওয়ার আগে থেকে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। কাঁচা বাজার থেকে শুরু এর প্রভাব পড়ে পরিবহনেও। তবে বন্দর নগরী চট্টগ্রামে এবার সেই চিত্র নেই। বাজেট ঘোষণার পরও এখনো আগের মতো স্থিতিশীল বাজার পরিস্থিতি। মুরগির দাম ১০ টাকা বাড়লেও অন্যান্য পণ্যের দর রয়েছে আগের মতো।

নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, দেশি মুরগি কেজি ৬৩০ টাকা, ব্রয়লার মুরগি ২১০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা করে। আশেপাশে কয়েকটি দোকানে ঘুরে মিলল একই চিত্র দামে। এছাড়াও ব্রয়লার ডিম ডজন ১৪০ টাকা ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২১০ টাকায়।

মুরগি ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, আমাদের এখনো দাম বাড়েনি। অন্য সময়ে বাজেট ঘোষণার পর পরই দাম বাড়ানোর প্রবণতা থাকলেও এখন সেটা হচ্ছে না। আমরা যেহেতু বাড়তি দামে নিচ্ছি না, তাহলে বাড়তি দামে কেন বিক্রি করবো। অল্প টাকা লাভে আমরা ব্যবসায়ী করছি।

কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপের কেজি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, কাকরোল ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ১৮০ টাকা, ঢেঢ়স ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ফুলকপি ১৪০ টাকা ও সালাতের শসা ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ী রিপন বলেন, বাজেটের পর দাম বাড়বে মনে করছি, কিন্তু দাম এখনো স্বাভাবিক আছে। আমরা যে দামে ক্রয় করছি সে দামে বিক্রি করছি। বাজেটের পর তেমন দাম বাড়েনি।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর