৪ মার্চ, ২০২৪ ০১:১৬

বিআইডব্লিউটিএ ও টুমাস-ইনোভেট জয়েন্ট ভেঞ্চারের চুক্তি

অনলাইন ডেস্ক

বিআইডব্লিউটিএ ও টুমাস-ইনোভেট জয়েন্ট ভেঞ্চারের চুক্তি

চট্টগ্রামের মিররসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ এবং টেকনাফের সাবরাং ও জালিয়ার দ্বীপে জেটিসহ আনুষাঙ্গিক স্থাপনা নির্মাণের নকশা পর্যালোচনা এবং নির্মাণ কাজের তদারকির জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) পরামর্শ সেবা প্রদান করবে টুমাস-ইনোভেট জয়েন্ট ভেঞ্চার।

রবিবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে বিআইডব্লিউটিএ ও টুমাস-ইনোভেট জয়েন্ট ভেঞ্চারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

এতে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, প্রকল্প পরিচালক বিআইডব্লিউটিএ-এর ইঞ্জিনিয়ারিং বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (ইনচার্জ) এ এস এম আশরাফুজ্জামান, ইনোভেট ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র প্রধান নির্বাহী পরিচালক (সিইও) ইঞ্জি. রানা মাসুদ এবং টুমাস টার্কিস ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এন্ড কন্ট্রাক্টিং কো. এর কান্ট্রি ম্যানেজার আয়হান কায়া এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। এর আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৯১৩ কোটি টাকা।  

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর