বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পাবনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে শহরের সোনাপট্টিতে পাবনা চেম্বার অব কমার্স ভবনের চতুর্থ তলায় বাজুস পাবনা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন, বাজুস রাজশাহী বিভাগের বিভাগীয় প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম অপু।
বাজুস পাবনা জেলা শাখার সভাপতি কুতুব উদ্দিন সেখ সুইটের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজুস পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সহ-সভাপতি ইবরাহীম বিশ্বাস মিঠু, সহ-সভাপতি আকুল হোসেন প্রামানিক, সহ-সভাপতি মো. মামুন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হ্যাপি, কার্যকরী সদস্য বাদশা সরদার, মনিরুল ইসলাম মনির, মো. সুজন প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ