বাংলাদেশে ২৫০ মিলিয়ন (২৫ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাকখাতের প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কো.। এতে ২৫ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়ে হান্ডা শুরুতে ১৫০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। তবে পরবর্তীতে সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা ও মূল্যায়নের ভিত্তিতে বিনিয়োগের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে-এর মধ্যে দু’টি গার্মেন্টস প্রক্রিয়াজাতকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে। এসব প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।
হান চুন বলেন, বিডা, বেজা ও বেপজা’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমরা আত্মবিশ্বাস পেয়েছি এবং সেই জন্যই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস হান্ডা ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান এবং বলেন, আপনাদের দেখে যেন অন্যরা বাংলাদেশের টেক্সটাইল খাতেবিনিয়োগে উৎসাহিত হয়।
হান চুন তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস কারখানার নকশা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। এ সময় জানানো হয়, মিরসরাইয়ে ৮০ মিলিয়ন ডলার ব্যয়ে প্রথম পর্যায়ে গার্মেন্টস কারখানার জন্য জমি ইজারার চুক্তি বুধবার সই হবে।
দ্বিতীয় পর্যায়ের জন্য জমি ও অন্যান্য সুবিধার প্রক্রিয়া চলমান এবং ২০২৫ সালের শেষ নাগাদ তা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত