বাংলাদেশ সরকার ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্র এবং ২০ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসব ব্যাংকিং সুবিধা গ্রহণের আগে গ্রাহককে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দিতে হবে।
সাম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয় একটি গেজেট প্রকাশ করেছে। গেজেট অনুযায়ী, এসব আর্থিক লেনদেন ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে, তা না হলে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবে না।
নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখেন বা ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে চান, তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক। শুধু এই তিনটি নয়, মোট ২৪টি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
মোট ২৪টি আর্থিক ও প্রশাসনিক সেবায় রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে রয়েছে: কোম্পানির পরিচালকের দায়িত্ব নেওয়া, ট্রেড লাইসেন্স ও পেশাজীবী লাইসেন্স নবায়ন, জমি-ফ্ল্যাট রেজিস্ট্রেশন, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, আগ্নেয়াস্ত্র লাইসেন্স এবং স্কুলে ভর্তি প্রক্রিয়াও।
এই উদ্যোগের মাধ্যমে করজাল বাড়ানো, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনার লক্ষ্য নিয়েছে সরকার।
বিডি প্রতিদিন/জামশেদ