আবুধাবিতে এশিয়া কাপে শেষ ওভারের মোহনীয় জাদুতে আফগানিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একই দিন দেশে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা শক্তিশালী ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়েছে। ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি ভয়াবহ ধকলের মধ্যে ফেলে টাইগারদের। বাঘেরা বাঘডাশার মতো আচরণ করে আফগানদের বিরুদ্ধে ৮৫ রানেই হারায় মূল্যবান ৫টি উইকেট। ষষ্ঠ জুটিতে মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস ১৫৩ বলে ১২৮ রান যোগ করে হতাশার কালো ধোঁয়া কিছুটা হলেও অপসারণ করেন। ষষ্ঠ জুটিতে যে কোনো দেশের বিরুদ্ধে এটি হলো বাংলাদেশ দলের রেকর্ড রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৪৯ রানে। মাশরাফিদের দেওয়া টার্গেটে খেলতে নেমে ৭.২ ওভারে ১৮ রানে ২ উইকেট ও ২৪.৪ ওভারে ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপের মুখে পড়ে আফগানরা। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান হাশমতউল্লাহ শাহিদ ও অধিনায়ক আজগর আফগান। দুজনে ৪ নম্বর উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান। আফগান অধিনায়ক আজগরকে সাজঘরে ফেরত পাঠান টাইগার অধিনায়ক মাশরাফি ব্যক্তিগত ৩৯ রানে মাহমুদুল্লাহর ক্যাচে। এ জুটির আগে জীবন পেয়ে অবশ্য ৫৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ শেহজাদ। ৪৩.৩ ওভারে মাশরাফির অফ কাটারে বোল্ড হওয়ার আগে হাশমতউল্লাহ খেলেন ৭১ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য আফগানদের টার্গেট ছিল ৮ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু মুস্তাফিজ সে সুযোগ দেননি শেনওয়ারিকে। ফলে আফগানিস্তানের ইনিংস থেমে যায় ২৪৬ রানে। এ জয়ের ফলে ফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ। তবে এজন্য পাকিস্তানের বিরুদ্ধে অলিখিত সেমিফাইনালে জিততে হবে। একই দিন ক্রিকেটে জাতীয় দলের আফগান বধ ও কিশোরী মেয়েদের ফুটবলে ভিয়েতনামের বিরুদ্ধে জয় দেশের ১৬ কোটি মানুষকে উদ্দীপ্ত করেছে। বিশেষ করে মেয়ে দলের জয় অস্তিত্বের সংকটে ভোগা দেশের ফুটবলের উত্থানে অনুপ্রেরণাদায়ক ভূমিকা রাখলে তা হবে জাতির জন্য এক বড় অর্জন। পাকিস্তানের বিরুদ্ধে তাদের সাফল্য প্রতীক্ষায় ১৬ কোটি মানুষের জাতি।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি