আবুধাবিতে এশিয়া কাপে শেষ ওভারের মোহনীয় জাদুতে আফগানিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একই দিন দেশে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা শক্তিশালী ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়েছে। ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি ভয়াবহ ধকলের মধ্যে ফেলে টাইগারদের। বাঘেরা বাঘডাশার মতো আচরণ করে আফগানদের বিরুদ্ধে ৮৫ রানেই হারায় মূল্যবান ৫টি উইকেট। ষষ্ঠ জুটিতে মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস ১৫৩ বলে ১২৮ রান যোগ করে হতাশার কালো ধোঁয়া কিছুটা হলেও অপসারণ করেন। ষষ্ঠ জুটিতে যে কোনো দেশের বিরুদ্ধে এটি হলো বাংলাদেশ দলের রেকর্ড রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৪৯ রানে। মাশরাফিদের দেওয়া টার্গেটে খেলতে নেমে ৭.২ ওভারে ১৮ রানে ২ উইকেট ও ২৪.৪ ওভারে ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপের মুখে পড়ে আফগানরা। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান হাশমতউল্লাহ শাহিদ ও অধিনায়ক আজগর আফগান। দুজনে ৪ নম্বর উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান। আফগান অধিনায়ক আজগরকে সাজঘরে ফেরত পাঠান টাইগার অধিনায়ক মাশরাফি ব্যক্তিগত ৩৯ রানে মাহমুদুল্লাহর ক্যাচে। এ জুটির আগে জীবন পেয়ে অবশ্য ৫৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ শেহজাদ। ৪৩.৩ ওভারে মাশরাফির অফ কাটারে বোল্ড হওয়ার আগে হাশমতউল্লাহ খেলেন ৭১ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য আফগানদের টার্গেট ছিল ৮ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু মুস্তাফিজ সে সুযোগ দেননি শেনওয়ারিকে। ফলে আফগানিস্তানের ইনিংস থেমে যায় ২৪৬ রানে। এ জয়ের ফলে ফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ। তবে এজন্য পাকিস্তানের বিরুদ্ধে অলিখিত সেমিফাইনালে জিততে হবে। একই দিন ক্রিকেটে জাতীয় দলের আফগান বধ ও কিশোরী মেয়েদের ফুটবলে ভিয়েতনামের বিরুদ্ধে জয় দেশের ১৬ কোটি মানুষকে উদ্দীপ্ত করেছে। বিশেষ করে মেয়ে দলের জয় অস্তিত্বের সংকটে ভোগা দেশের ফুটবলের উত্থানে অনুপ্রেরণাদায়ক ভূমিকা রাখলে তা হবে জাতির জন্য এক বড় অর্জন। পাকিস্তানের বিরুদ্ধে তাদের সাফল্য প্রতীক্ষায় ১৬ কোটি মানুষের জাতি।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
টাইগারদের আফগান বধ
এ ধারাবাহিকতা বজায় থাক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর