আবুধাবিতে এশিয়া কাপে শেষ ওভারের মোহনীয় জাদুতে আফগানিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একই দিন দেশে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা শক্তিশালী ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয়েছে। ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি ভয়াবহ ধকলের মধ্যে ফেলে টাইগারদের। বাঘেরা বাঘডাশার মতো আচরণ করে আফগানদের বিরুদ্ধে ৮৫ রানেই হারায় মূল্যবান ৫টি উইকেট। ষষ্ঠ জুটিতে মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস ১৫৩ বলে ১২৮ রান যোগ করে হতাশার কালো ধোঁয়া কিছুটা হলেও অপসারণ করেন। ষষ্ঠ জুটিতে যে কোনো দেশের বিরুদ্ধে এটি হলো বাংলাদেশ দলের রেকর্ড রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৪৯ রানে। মাশরাফিদের দেওয়া টার্গেটে খেলতে নেমে ৭.২ ওভারে ১৮ রানে ২ উইকেট ও ২৪.৪ ওভারে ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপের মুখে পড়ে আফগানরা। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান হাশমতউল্লাহ শাহিদ ও অধিনায়ক আজগর আফগান। দুজনে ৪ নম্বর উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান। আফগান অধিনায়ক আজগরকে সাজঘরে ফেরত পাঠান টাইগার অধিনায়ক মাশরাফি ব্যক্তিগত ৩৯ রানে মাহমুদুল্লাহর ক্যাচে। এ জুটির আগে জীবন পেয়ে অবশ্য ৫৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ শেহজাদ। ৪৩.৩ ওভারে মাশরাফির অফ কাটারে বোল্ড হওয়ার আগে হাশমতউল্লাহ খেলেন ৭১ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য আফগানদের টার্গেট ছিল ৮ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু মুস্তাফিজ সে সুযোগ দেননি শেনওয়ারিকে। ফলে আফগানিস্তানের ইনিংস থেমে যায় ২৪৬ রানে। এ জয়ের ফলে ফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ। তবে এজন্য পাকিস্তানের বিরুদ্ধে অলিখিত সেমিফাইনালে জিততে হবে। একই দিন ক্রিকেটে জাতীয় দলের আফগান বধ ও কিশোরী মেয়েদের ফুটবলে ভিয়েতনামের বিরুদ্ধে জয় দেশের ১৬ কোটি মানুষকে উদ্দীপ্ত করেছে। বিশেষ করে মেয়ে দলের জয় অস্তিত্বের সংকটে ভোগা দেশের ফুটবলের উত্থানে অনুপ্রেরণাদায়ক ভূমিকা রাখলে তা হবে জাতির জন্য এক বড় অর্জন। পাকিস্তানের বিরুদ্ধে তাদের সাফল্য প্রতীক্ষায় ১৬ কোটি মানুষের জাতি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল