ফুটবলের রাজা পেলে ৮২ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের এই সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছেন তিনি। এমন কৃতিত্ব বিশ্বের অন্য কোনো ফুটবলারের নেই। দীর্ঘকাল ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। এক বছর ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। যা তাঁকে শারীরিকভাবে আরও কাহিল করে ফেলে। ফুটবলের রাজা পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবা-মায়ের দেওয়া নাম এডসন আরান্তেস নাসিমেন্তো হলেও তিনি জগৎজুড়ে পরিচিত হয়ে ওঠেন পেলে নামে। কালোমানিক পেলে ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে জয় করেন বিশ্বকাপ শিরোপা, পরের বিশ্বকাপও জয় করেন ১৯৬২ সালে। ১৯৬৬ সালে স্বপ্নপূরণ না হলেও ১৯৭০ সালে আবারও ব্রাজিলের জন্য তিনি নিয়ে আসেন বিশ্বকাপ শিরোপা। সর্বকালের সেরা ফুটবলার অভিধায় অভিষিক্ত পেলে মাত্র ১৫ বছর বয়সে ক্লাব ফুটবলে এবং ১৬ বছরে জাতীয় দলের ফুটবলার হিসেবে ঠাঁই পান। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানানোর আগে ফুটবলের আকর্ষণ যেন আবর্তিত হতো অনেকাংশেই পেলেকে ঘিরে। ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও এই কালোমানিক বারবার আলোচিত হয়েছেন। তিনি ছিলেন দুনিয়ার সব দেশের ফুটবলারের জন্য আদর্শ। ১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাঁকে ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করে ফুটবলের যুবরাজ নামে খ্যাত আর্জেন্টিনার ম্যারাডোনার সঙ্গে যুগ্মভাবে। পেলে মারা গেছেন পরিণত বয়সে। তারপরও তাঁর মৃত্যুতে দুনিয়াজুড়ে শোকের ছায়া বিস্তার করছে। ব্রাজিল কিংবা ফুটবলে মাতোয়ারা ল্যাটিন আমেরিকা শুধু নয়, দুনিয়ার সব দেশেই শোকাহত ফুটবলপ্রেমীরা। অমরতার অনুষঙ্গ হয়ে ওঠা ফুটবলের রাজা পেলের মৃত্যুতে বিশ্ববাসী হারিয়েছেন একজন অনন্য ফুটবল প্রতিভাকে। পেলেকে আমাদের শেষ অভিবাদন।
শিরোনাম
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
- সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন