ফুটবলের রাজা পেলে ৮২ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের এই সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছেন তিনি। এমন কৃতিত্ব বিশ্বের অন্য কোনো ফুটবলারের নেই। দীর্ঘকাল ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। এক বছর ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। যা তাঁকে শারীরিকভাবে আরও কাহিল করে ফেলে। ফুটবলের রাজা পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবা-মায়ের দেওয়া নাম এডসন আরান্তেস নাসিমেন্তো হলেও তিনি জগৎজুড়ে পরিচিত হয়ে ওঠেন পেলে নামে। কালোমানিক পেলে ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে জয় করেন বিশ্বকাপ শিরোপা, পরের বিশ্বকাপও জয় করেন ১৯৬২ সালে। ১৯৬৬ সালে স্বপ্নপূরণ না হলেও ১৯৭০ সালে আবারও ব্রাজিলের জন্য তিনি নিয়ে আসেন বিশ্বকাপ শিরোপা। সর্বকালের সেরা ফুটবলার অভিধায় অভিষিক্ত পেলে মাত্র ১৫ বছর বয়সে ক্লাব ফুটবলে এবং ১৬ বছরে জাতীয় দলের ফুটবলার হিসেবে ঠাঁই পান। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানানোর আগে ফুটবলের আকর্ষণ যেন আবর্তিত হতো অনেকাংশেই পেলেকে ঘিরে। ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও এই কালোমানিক বারবার আলোচিত হয়েছেন। তিনি ছিলেন দুনিয়ার সব দেশের ফুটবলারের জন্য আদর্শ। ১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাঁকে ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করে ফুটবলের যুবরাজ নামে খ্যাত আর্জেন্টিনার ম্যারাডোনার সঙ্গে যুগ্মভাবে। পেলে মারা গেছেন পরিণত বয়সে। তারপরও তাঁর মৃত্যুতে দুনিয়াজুড়ে শোকের ছায়া বিস্তার করছে। ব্রাজিল কিংবা ফুটবলে মাতোয়ারা ল্যাটিন আমেরিকা শুধু নয়, দুনিয়ার সব দেশেই শোকাহত ফুটবলপ্রেমীরা। অমরতার অনুষঙ্গ হয়ে ওঠা ফুটবলের রাজা পেলের মৃত্যুতে বিশ্ববাসী হারিয়েছেন একজন অনন্য ফুটবল প্রতিভাকে। পেলেকে আমাদের শেষ অভিবাদন।
শিরোনাম
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
ফুটবলের রাজা পেলে
চলে গেলেন না ফেরার দেশে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর