ফুটবলের রাজা পেলে ৮২ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের এই সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছেন তিনি। এমন কৃতিত্ব বিশ্বের অন্য কোনো ফুটবলারের নেই। দীর্ঘকাল ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। এক বছর ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। যা তাঁকে শারীরিকভাবে আরও কাহিল করে ফেলে। ফুটবলের রাজা পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবা-মায়ের দেওয়া নাম এডসন আরান্তেস নাসিমেন্তো হলেও তিনি জগৎজুড়ে পরিচিত হয়ে ওঠেন পেলে নামে। কালোমানিক পেলে ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে জয় করেন বিশ্বকাপ শিরোপা, পরের বিশ্বকাপও জয় করেন ১৯৬২ সালে। ১৯৬৬ সালে স্বপ্নপূরণ না হলেও ১৯৭০ সালে আবারও ব্রাজিলের জন্য তিনি নিয়ে আসেন বিশ্বকাপ শিরোপা। সর্বকালের সেরা ফুটবলার অভিধায় অভিষিক্ত পেলে মাত্র ১৫ বছর বয়সে ক্লাব ফুটবলে এবং ১৬ বছরে জাতীয় দলের ফুটবলার হিসেবে ঠাঁই পান। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানানোর আগে ফুটবলের আকর্ষণ যেন আবর্তিত হতো অনেকাংশেই পেলেকে ঘিরে। ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও এই কালোমানিক বারবার আলোচিত হয়েছেন। তিনি ছিলেন দুনিয়ার সব দেশের ফুটবলারের জন্য আদর্শ। ১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাঁকে ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করে ফুটবলের যুবরাজ নামে খ্যাত আর্জেন্টিনার ম্যারাডোনার সঙ্গে যুগ্মভাবে। পেলে মারা গেছেন পরিণত বয়সে। তারপরও তাঁর মৃত্যুতে দুনিয়াজুড়ে শোকের ছায়া বিস্তার করছে। ব্রাজিল কিংবা ফুটবলে মাতোয়ারা ল্যাটিন আমেরিকা শুধু নয়, দুনিয়ার সব দেশেই শোকাহত ফুটবলপ্রেমীরা। অমরতার অনুষঙ্গ হয়ে ওঠা ফুটবলের রাজা পেলের মৃত্যুতে বিশ্ববাসী হারিয়েছেন একজন অনন্য ফুটবল প্রতিভাকে। পেলেকে আমাদের শেষ অভিবাদন।
শিরোনাম
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস