ফুটবলের রাজা পেলে ৮২ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের এই সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছেন তিনি। এমন কৃতিত্ব বিশ্বের অন্য কোনো ফুটবলারের নেই। দীর্ঘকাল ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। এক বছর ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। যা তাঁকে শারীরিকভাবে আরও কাহিল করে ফেলে। ফুটবলের রাজা পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবা-মায়ের দেওয়া নাম এডসন আরান্তেস নাসিমেন্তো হলেও তিনি জগৎজুড়ে পরিচিত হয়ে ওঠেন পেলে নামে। কালোমানিক পেলে ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে জয় করেন বিশ্বকাপ শিরোপা, পরের বিশ্বকাপও জয় করেন ১৯৬২ সালে। ১৯৬৬ সালে স্বপ্নপূরণ না হলেও ১৯৭০ সালে আবারও ব্রাজিলের জন্য তিনি নিয়ে আসেন বিশ্বকাপ শিরোপা। সর্বকালের সেরা ফুটবলার অভিধায় অভিষিক্ত পেলে মাত্র ১৫ বছর বয়সে ক্লাব ফুটবলে এবং ১৬ বছরে জাতীয় দলের ফুটবলার হিসেবে ঠাঁই পান। ১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানানোর আগে ফুটবলের আকর্ষণ যেন আবর্তিত হতো অনেকাংশেই পেলেকে ঘিরে। ফুটবল থেকে বিদায় নেওয়ার পরও এই কালোমানিক বারবার আলোচিত হয়েছেন। তিনি ছিলেন দুনিয়ার সব দেশের ফুটবলারের জন্য আদর্শ। ১৯৯৯ সালে শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাঁকে ‘প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করে ফুটবলের যুবরাজ নামে খ্যাত আর্জেন্টিনার ম্যারাডোনার সঙ্গে যুগ্মভাবে। পেলে মারা গেছেন পরিণত বয়সে। তারপরও তাঁর মৃত্যুতে দুনিয়াজুড়ে শোকের ছায়া বিস্তার করছে। ব্রাজিল কিংবা ফুটবলে মাতোয়ারা ল্যাটিন আমেরিকা শুধু নয়, দুনিয়ার সব দেশেই শোকাহত ফুটবলপ্রেমীরা। অমরতার অনুষঙ্গ হয়ে ওঠা ফুটবলের রাজা পেলের মৃত্যুতে বিশ্ববাসী হারিয়েছেন একজন অনন্য ফুটবল প্রতিভাকে। পেলেকে আমাদের শেষ অভিবাদন।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
ফুটবলের রাজা পেলে
চলে গেলেন না ফেরার দেশে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর