বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

এখনকার ঈদ যান্ত্রিক মনে হয়

কাজী জাফর আহমদ, চেয়ারম্যান জাতীয় পার্টি

এখনকার ঈদ যান্ত্রিক মনে হয়

আজকালকার ঈদকে অনেকটা যান্ত্রিক মনে হয়। ছোটবেলার বর্ণিল ঈদের স্মৃতি এখনো হৃদয়ের মধ্যে এক আনন্দ দেয়। আর সেই দস্যিপনা ঈদের স্মৃতি এখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখন মনে পড়ে, ঈদের আগের দিন বাবা বিদেশ থেকে নতুন জামাকাপড় ও জুতা নিয়ে আসতেন। ঈদের নতুন জামা বলে কথা। কাউকে দেখাতাম না পুরনো হয়ে যাবে বলে। আর সেই নতুন কাপড় আর জুতা নিয়ে সারা রাত কাটিয়ে দিতাম। এভাবে সারা রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার পর ফজরের আজান শোনামাত্রই উঠে যেতাম। গোসল সেরে নিতাম। তখনকার সময় মা গোসলে গরম পানি (শীতের সময়) করে দিতেন। গোসল করেই ফজরের নামাজ পড়তাম মসজিদে গিয়ে। এরপরই ঈদের নামাজের প্রস্তুতি নিতাম। ঈদগাহে নামাজ পড়তে যেতাম। এখনকার মতো সে সময় এত মসজিদ ছিল না। ঈদের নামাজ পড়তে ঈদগাহে যেতে হতো। ঈদের নামাজ পড়েই বাসায় এসে সেমাই, জর্দা ও মিষ্টি মুখ করতাম। অনেকেই আবার নামাজে যাওয়ার আগে সেমাই, জর্দা খেয়ে নিত। আমাদের বাড়ির সামনে ঈদমেলা বসত। মেলায় নতুন জামাকাপড়, মণ্ডা-মিঠাই, মাটির পুতুল, স্নো-পাউডারসহ অনেক কিছুই পাওয়া যেত। এ মেলায় জুয়ার আসরও বসত। ভালো ছেলেরা কখনই জুয়ার ধারে ঘেঁষত না। ঈদের দিন আমরা বড়শি দিয়ে মাছ ধরতাম। ঈদের দিন উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা হতো। মোট কথা, ঈদের দিন আমাদের আনন্দের সাগরে ভাসিয়ে দিত। অতীত ঈদের স্মৃতিচারণ এখনো অনেক ভালো লাগে।

 

সর্বশেষ খবর