Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০৫

চমকের আশায় ফারিয়া

শোবিজ প্রতিবেদক

চমকের আশায় ফারিয়া

দুই ধরনের নাচ নিয়ে দর্শকের সামনে আসছেন নুসরাত ফারিয়া। ‘ধ্যাততেরিকি’ ছবিতে কত্থক আর ‘বস টু’তে আইটেম নাচে দেখা যাবে তাকে। এরই মধ্যে কত্থক শেষ করেছেন আর আইটেমের জন্য এ মাসেই ক্যামেরার সামনে দাঁড়াবেন আইটেম নাচের জন্য। ফারিয়া বলেন, সব সময়ই চাই দর্শকদের কিছু না কিছু চমক দিতে। বিশেষ করে বছরের তিনটি বড় উৎসব ঈদ, পয়লা বৈশাখ আর ভ্যালেন্টাইন ডে-তে, যাতে দর্শক বড় পর্দায় নতুন এক ফারিয়াকে খুঁজে পায় সেই চেষ্টাই থাকে আমার। এবার পয়লা বৈশাখে ‘ধ্যাততেরিকি’ আর ঈদে মুক্তি পাবে ‘বস টু’ ছবি দুটি। প্রথমটিতে ইস্টার্ন আর অন্যটিতে ওয়েস্টার্ন ডান্সার হিসেবে দর্শক খুঁজে পাবে ফারিয়াকে। ফারিয়া জানান, ‘বস টু’ ছবির নির্মাতা বাবা যাদবই কোরিওগ্রাফ করবেন আইটেম নাচটির। এ নাচের  জন্য মুম্বাই থেকে বিশেষভাবে বানজারান গার্লদের আনা হচ্ছে। শিগগিরই নাচটির অনুশীলনে অংশ নিতে কলকাতা যাব। এদিকে শুক্রবার মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি। ফারিয়ার কথায়, এই ছবিতে আমার চরিত্রটিই হবে দর্শকদের জন্য বড় চমক। তবে কী সেই চমক তা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমি চাই দর্শক সিনেমা হলে গিয়ে ছবিটি দেখে চমকে উঠুক।


আপনার মন্তব্য