Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১১ জুলাই, ২০১৮ ২৩:৫৬

রাইমার রিইউনিয়ন

শোবিজ ডেস্ক

রাইমার রিইউনিয়ন

আবারও ঘটা করেই আসছেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। তার ‘বং কানেকশন’, ‘বাস্তু-শাপ’ ছবিতে অভিনয় সবার মুখে মুখে ফেরে। তবে এবার ‘রিইউনিয়ন’ হচ্ছে পরমব্রতের সঙ্গে রাইমার। ছবির নামও ‘রিইউনিয়ন’। সম্পর্ক, বন্ধুত্বের রিইউনিয়নের গল্পই বলবে এই ছবিটি। ইতিমধ্যেই ছবিটির শুটিং প্রায় শেষের পথেই। ভারতের লামাহাটার পর কলকাতা হয়ে গেল ‘রিইউনিয়ন’-এর শুটিং। ১৯৯৫-২০০০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ৩টি ছেলে ও ১টি মেয়ের একটা ব্যাচ। তাদের মধ্যে আবার একটি ছেলে ও একটি মেয়ে অন্যদের থেকে একটু বয়সে বড়। এরা প্রায় সবাই বিভিন্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। তাই প্রত্যেকেই কমবেশি কিছু আদর্শে বিশ্বাসী। দীর্ঘ ২০ বছর পর তারা ‘রিইউনিয়ন’-এর পরিকল্পনা করে। যে রিইউনিয়নে তাদের পুরনো বিশ্ববিদ্যালয়ের হোস্টেল, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন মজার নানান ধরনের ঘটনা আলোচনায় উঠে আসে। এই আলোচনাই তাদের সবাইকে নস্টালজিক করে তোলে। যদিও এই রিইউনিয়নে সবাই তাদের এক পুরনো ব্যাচমেটের অনুপস্থিতি উপলব্ধি করে। এসবের মাঝেই বিশেষ রিইউনিয়ন ট্রিপে দার্জিলিংয়ের এক গ্রামে তারা খুঁজে পায় তাদের সেই পুরনো সিনিয়র ব্যাচমেটকে। আর এই পুরনো সিনিয়র ব্যাচমেটের চরিত্রেই দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে সবাই বুঝতে পারে তাদের সেই পুরনো ব্যাচমেটের জীবন অনেক বদলেছে। সে এখন পাহাড়ি গ্রামের উন্নয়নের জন্য নানান কাজ করছে। এভাবেই এগিয়ে যাবে ছবির গল্প। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পরমব্রত ও রাইমাকে।


আপনার মন্তব্য