Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৪ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৩২

নতুন ছবিতে মিলন-পায়েল

শোবিজ প্রতিবেদক

নতুন ছবিতে মিলন-পায়েল

নতুন একটি ছবিতে অভিনয় করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ছবিটির নাম ‘ইন্দুবালা’। চলচ্চিত্রে তার সঙ্গে দেখা যাবে নতুন মুখ পায়েলকে। অভিনেতা মাসুম আজিজের গল্পে ছবিটি পরিচালনা করবেন জয় সরকার। নতুন ছবি নিয়ে মিলন বলেন, ‘কয়েকটি নতুন ছবিতে কাজ করছি। এর মধ্যে ইন্দুবালা একটি। ছবির গল্প অন্য রকম। আর গল্পের প্রয়োজনেই পায়েলকে নেওয়া হয়েছে।’ জানা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহে জয়পুরহাটে শুরু হবে এই ছবির শুটিং। টানা শুটিংয়ে শেষ হবে পুরো কাজ। সম্পাদনা শেষে আগামী বৈশাখে মুক্তি দেওয়ার ইচ্ছা। ছবিটিতে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শহিদুল ইসলাম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনীন, মাসুম আজিজ। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। 


আপনার মন্তব্য