শনিবার, ১৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আইফ্লিক্সে ‘ফাগুন হাওয়ায়’

শোবিজ প্রতিবেদক

আইফ্লিক্সে ‘ফাগুন হাওয়ায়’

‘ভাষা আন্দোলন নিয়ে আমরা একটি চলচ্চিত্র নির্মাণ করেছি। ছবিটি নিয়ে শুধু দেশে নয়, বিশ্বের বাঙালি দর্শকদের আগ্রহের কথা জেনেছি। তারাও ছবিটি দেখতে চান। দর্শকদের কথা বিবেচনা করেই অনলাইন প্ল্যাটফর্ম আইফ্লিক্সে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি।’ কথাগুলো ‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের। গত বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে এসব কথা বলেন তিনি। প্রেক্ষাগৃহের পাশাপাশি  দেশে ও দেশের বাইরের চলচ্চিত্রপ্রেমী একটা বিশাল জনগোষ্ঠী ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি দেখায় অভ্যস্ত হয়ে উঠছে বেশি। এ বিষয়টি উপলব্ধি করে মুক্তির মাসখানের মধ্যে আইফ্লিক্সে ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্মের পরামর্শক (ফিল্ম) ও চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমন, আইফ্লিক্সের পক্ষে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভাইস  প্রেসিডেন্ট ইকরাম কবীর, আইফ্লিক্সের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম, ‘ফাগুন হাওয়ায়’ ছবির পরিচালক তৌকীর আহমেদ, অভিনয়শিল্পী তিশা ও সিয়াম।

সর্বশেষ খবর