বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

একজন বীরাঙ্গনা নিয়ে ‘উপলব্ধি’

শোবিজ প্রতিবেদক

একজন বীরাঙ্গনা নিয়ে ‘উপলব্ধি’

বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক নির্মাণ করলেন নিয়াজ মাহবুব। নাম ‘উপলব্ধি’। রচনায় মেজবাহ উদ্দীন সুমন। সত্যজিৎ রায়ের প্রযোজনায় এ নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, সায়কা আহমেদ, মোহাম্মদ বারী, নিলয় আলমগীর, মিম মানতাসা ও আজম খান। গল্পে দেখা যায়,  দেশের বীরাঙ্গনাদের নাম প্রকাশ করে তাদের ‘বীরাঙ্গনা’ খেতাব দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কারণ, ’৭১-এ লাখ লাখ বীরাঙ্গনার আত্মত্যাগের জন্য দেশটা স্বাধীন হয়েছে। সেই তালিকায় মিতুর নানী রাবেয়া খাতুনের নামও আসে। এদিকে মিতুর নানী একসময় আর্মিদের কনসেন্ট্রশন ক্যাম্পে ছিলেন বলে শুভর সঙ্গে মিতুর বিয়ে ঠিক হলেও শুভর বাবা হায়দার সাহেব তা মেনে নেন না। তবে একসময় ভুল ভাঙে হায়দার সাহেবের। ধুমধাম করে বিয়ে হয়ে যায় মিতু আর শুভর। এত বড় মুক্তিযোদ্ধা পরিবারে মেয়ের বিয়ে হচ্ছে বলে তিনি গর্ববোধ করতে থাকেন।

সর্বশেষ খবর