শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

১৫ বছর পর রওনক-চঞ্চল

শোবিজ প্রতিবেদক

১৫ বছর পর রওনক-চঞ্চল

একসময়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছিলেন সালাউদ্দিন লাভলু। এ নাটক ২০০৯ সালে চ্যানেল আইয়ে প্রচার হওয়ার পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এই নাটকে জাপান ডাক্তারের চরিত্রে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী; আর গোলাম চরিত্রে ছিলেন রওনক হাসান। দীর্ঘ ১৫ বছর পর ঈদুল আজহা উপলক্ষে বৃন্দাবন দাসের রচনায় এবং সকাল আহমেদের নির্মাণে ‘চরিত্র সনদ’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করলেন তাঁরা। নতুন এ ধারাবাহিক নাটকে বাদশাহ চোর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আর মন্টু চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশি, ঊর্মিলা প্রমুখ। ঈদুল আজহায় সাত দিনব্যাপী মাছরাঙাতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর